Login Register
একটি বিশেষ ঘোষণা - মার্চ ২০২৩

মুগ্ধবাংলায় অনেকদিন নতুন কোনো বই আসেনি, শুধু কমিকসের পাতা যোগ হয়েছে, তার কারণ, মুগ্ধবাংলায় প্রকাশিত কমিকসগুলি যথেচ্ছভাবে ফেসবুক, ব্লগ, হিডেনসাইট, হোয়াটসএপ ও টেলিগ্রামে যথেচ্ছভাবে শেয়ার হচ্ছে আর আমরা চেষ্টা করেও সেগুলিকে বন্ধ করতে পারছি না। অনেক সম্মানিত সদস্য, যারা সত্যই মুগ্ধবাংলার হিতাকাঙ্ক্ষী, তারা আমাদের অভিযোগ করেছেন। সত্যি বলতে কি, মুগ্ধবাংলার ওইসব কমিকস অবাধে শেয়ার হতে দেখে চোখে জল চলে আসছে। এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে অনুবাদ ও এডিট করা কমিকসগুলি এভাবে নুড়িপাথরের মত চালাচালি হতে দেখে হাত কামড়ানো ছাড়া আর কিছুই করার থাকে না। বস্তুত, সেই অসহায়তা থেকে মুক্তি পাবার উপায় না পেয়ে আমরা ঠিক করেছিলাম, নতুন কোনো কমিকস দেবার আগে সাইটটাকেই একেবারে আন্ডারগ্রাউন্ড করে দেবো। আর সেই মতো প্রিপারেশনও নিয়ে ফেলেছি।

এপ্রিল থেকে আগামী ছয় মাস মুগ্ধবাংলা নর্মালি রান করবে এবং এই সময়ে আমরা সাইটটার একটা অফলাইন আন্ডারগ্রাউন্ড কোডিং এর কাজ করে যাব। সেই কারণে এইবছর মুগ্ধবাংলার নববর্ষ সংখ্যা প্রকাশিত করতে পারছি না। তবে, ইতিমধ্যে অনলাইনে থাকা কমিকসগুলির কাজ চলবে এবং তা আবারও নিয়মিতভাবে প্রকাশ হতে থাকবে। তবে আজ থেকে, মুগ্ধবাংলার অনলাইন প্রকাশিত কমিকসগুলিতে প্রতিটি ইউজারের নিজস্ব নাম খোদাই থাকবে, যাতে, যদি কোনো বইচোর মুগ্ধবাংলার কমিকসগুলি অন্যকোথাও শেয়ার করে, তবে, সেই শেয়ারে তার নামও খোদাই থাকবে। এবং আগামীদিনে, যেসব কমিকস বই হিসাবে প্রকাশিত হবে, তাতেও প্রতি পাতায় ইউজারের ইউজারনাম খোদাই থাকবে।
সেইসঙ্গে একটি ঘোষনা, মুগ্ধবাংলায় আগামীদিনে প্রকাশিত কমিকসগুলি যদি কোনো ইউজার মুগ্ধবাংলা ভিন্ন অন্য কোথাও শেয়ার করতে দেখেন, তবে তার লিঙ্ক আমাকে মেসেজ/মেল করুন আর পেয়ে যান অভাবিত পুরস্কার :৫০০পয়েন্ট। শর্ত একটিই-- সেই বই/কমিকসটি ১লা এপ্রিল ২০২৩ এর পরে প্রকাশিত হওয়া চাই এবং তার অন্তত একটি পাতাতে যেন ইউজারের নাম খোদাই করা থাকে যাতে তাকে মুগ্ধবাংলা থেকে বহিষ্কার করা যায়।

26th March, 2023 8:51 AM
Comments
#1

এটা করলে খুব ভালো হবে। আশা করি, এতে চোরেরা জব্দ হবে।


28th March, 2023 6:11 AM
#2

খামখেয়ালী, স্বেচ্ছাচারী মানুষগুলো যদি কয়েক বছরের জন্য স্ট্যাচু হয়ে যেত নয়তো উধাও হয়ে যেত দুর্ঘটনায়। আমার যদি একজন ভালো জ্বীন বন্ধু থাকতো যে অনুরোধ শোনে, ক্ষতি করে না। তাকে বলতাম, ওদের কি করবে করো! যাদের জন্য কমিকস নিতে পারি না এখন আর। তারপরের ঘটনা ভাবতেই ভালো লাগছে! জানি না কখনও সুদিন ফিরবে কিনা। আফসোস! আফসোস! (দীর্ঘশ্বাস)

আণ্ডারগ্রাউণ্ড হলে ভালো হবে। শুভ কামনা রইল প্রাণঢালা।


28th March, 2023 2:16 PM
#3

valo uddog.


16th April, 2023 10:40 AM
#4

Protidin 2 pata kore pore mon ta vorche na dada. 5 page kora jayna? :) ^_^


3rd June, 2023 5:04 AM
#5

এখনও এব্যাপারে কিছু ভাবিনি, অন্তত ছয়মাস দেখি, নতুন সিস্টেমে নমস্যদের ঠেকানো যায় কি না, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা।


3rd June, 2023 7:32 AM
Pages First 1 Last
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)